১১১তম বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার।
নতুন অনুমোদন পাওয়া এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ‘তিস্তা ইউনিভার্সিটি’। বিশ্ববিদ্যালয়টি হবে রংপুরে। অনুমোদিত এ বিশ্ববিদ্যালয়টির ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে রংপুর ক্যাডেট কলেজের সাথের মডার্ন মোড়।
মঙ্গলবার (১১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় ২২টি শর্তে নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল আলমকে চিঠি দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর। বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে।
এছাড়াও শর্ত হিসেবে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়টির ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীনে কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে তিন কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে।