The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

হ্যান্ডবল প্রতিযোগিতায় বাকৃবিকে হারিয়ে জয় পেয়েছে ইবি

ইবি প্রতিনিধি: আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ছেলেদের ইভেন্টে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) হারিয়ে জয় পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার (০৪ ডিসেম্বর) ইবির ফুটবল মাঠে ২৫-০৯ গোল ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।

ছেলেদের ইভেন্টে দিনের অপর খেলায় ১৫-১২ গোল ব্যবধানে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়কে হারায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২-১৫ গোল ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয় পায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এছাড়া মেয়েদের ইভেন্টে ২৬-০৩ গোলে রাজশাহী বিশ্ববিদ্যালকে হারায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ০৬-০২ গোল ব্যবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় দিন (আজ) দুপুরে খেলা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুবুল আরফিন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, উপ-পরিচালক মোঃ আসাদুর রহমান প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.