The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

হাকালুকিতে ধান কাটা উৎসবে পরিবেশমন্ত্রী

তিমির বনিক,মৌলভীবাজারঃ রীতিমত উৎসবমুখর পরিবেশে বেশ কয়েকদিন ধরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন এলাকায় বোরো ধান কাটা চলছে।

গত সোমবার আনুষ্ঠানিকভাবে বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে কৃষকদের উৎসাহ দিতে বোরো ধান কাটা উৎসবের আয়োজন করেছে কৃষি বিভাগ।

আজ বৃহস্পতিবার (২০এপ্রিল) বিকেলে কৃষকদের উৎসাহ দিতে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওর এলাকার পাবিজুরি ও সুজানগরের তেড়াকুড়ি এলাকায় এই উৎসবে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এসময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, তালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, কৃষক হারিছ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.