The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৪ঠা জুন, ২০২৩

হজ করতে পায়ে হেঁটেই অস্ট্রিয়া থেকে মক্কার উদ্দেশে যাত্রা

মুসলিম ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবাদত হজ। ইসলামের পবিত্রতম স্থান, মক্কার কাবা শরিফ। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থবান মুসলিমের জন্য জীবনে একবার হজ বাধ্যতামূলক করা হয়েছে। হেঁটে হজযাত্রা নতুন কিছু নয়। তবে এর বেশি প্রচলন ছিল যোগাযোগ ব্যবস্থার দৈন্য যুগে।

সম্প্রতি হেঁটে হজযাত্রা শুরু করে মুসলিম বিশ্বে চমক সৃষ্টি করেছেন বসনিয়াক এক মুসলিম ক্রীড়াবিদ। ৫২ বছর বয়সী এনভার বেগানোভিক একজন জুডো ক্রীড়াবিদ। তিনি ২৮ বছর ধরে অস্ট্রিয়াতে বসবাস করছেন। সেখান থেকেই তিনি হজব্রত পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে ৫ মাস পূর্বে।

তিনি ১০টি দেশ অতিক্রম করে হজযাত্রার অগ্রগতি অব্যাহত রেখেছেন। এরই মধ্যে ওই ক্রীড়াবিদ ইউরোপ থেকে হেঁটে ইরাকের কিরকুকে পৌঁছেছেন।

তিনি প্রায় ১৬০ দিন ধরে এ যাত্রাপথে রয়েছেন। যখন যে দেশ তিনি অতিক্রম করছেন, সেসব দেশের পতাকা পিঠে বহন করছেন। অস্ট্রিয়া থেকে যাত্রা শুরু তিনি স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া, কসোভো, মেসিডোনিয়া, গ্রীস ও তুরস্ক অতিক্রম করেছেন।

তিনি বলেন, হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় আমি কোনো সমস্যায় পড়িনি। উল্টো আমি মানুষের সহায়তা পেয়েছি। যা ছিল আমার প্রত্যাশার বাইরে। আমি হেঁটে হজযাত্রার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি একজন ক্রীড়াবিদ। এছাড়া আমি হেঁটে অনেক দূর যেতে অভ্যস্ত। আমি হাজার কিলোমিটার দূরত্বের পথ হেঁটে বিরল সাফল্য অর্জন করতে চাই।

তিনি বলেন, আমার মরহুম বাবা-মা বলে গেছেন কখনো ধর্ম বিচ্যুত হবে না। পবিত্র ভূমিতে পৌঁছানোর জন্য কয়েক মাস ধরে হাঁটছি কিন্তু কোনো ক্লান্তি আসছে না। সূত্র: আনাদোলু এজেন্সি

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ধর্ম
  3. হজ করতে পায়ে হেঁটেই অস্ট্রিয়া থেকে মক্কার উদ্দেশে যাত্রা

হজ করতে পায়ে হেঁটেই অস্ট্রিয়া থেকে মক্কার উদ্দেশে যাত্রা

মুসলিম ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবাদত হজ। ইসলামের পবিত্রতম স্থান, মক্কার কাবা শরিফ। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থবান মুসলিমের জন্য জীবনে একবার হজ বাধ্যতামূলক করা হয়েছে। হেঁটে হজযাত্রা নতুন কিছু নয়। তবে এর বেশি প্রচলন ছিল যোগাযোগ ব্যবস্থার দৈন্য যুগে।

সম্প্রতি হেঁটে হজযাত্রা শুরু করে মুসলিম বিশ্বে চমক সৃষ্টি করেছেন বসনিয়াক এক মুসলিম ক্রীড়াবিদ। ৫২ বছর বয়সী এনভার বেগানোভিক একজন জুডো ক্রীড়াবিদ। তিনি ২৮ বছর ধরে অস্ট্রিয়াতে বসবাস করছেন। সেখান থেকেই তিনি হজব্রত পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে ৫ মাস পূর্বে।

তিনি ১০টি দেশ অতিক্রম করে হজযাত্রার অগ্রগতি অব্যাহত রেখেছেন। এরই মধ্যে ওই ক্রীড়াবিদ ইউরোপ থেকে হেঁটে ইরাকের কিরকুকে পৌঁছেছেন।

তিনি প্রায় ১৬০ দিন ধরে এ যাত্রাপথে রয়েছেন। যখন যে দেশ তিনি অতিক্রম করছেন, সেসব দেশের পতাকা পিঠে বহন করছেন। অস্ট্রিয়া থেকে যাত্রা শুরু তিনি স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া, কসোভো, মেসিডোনিয়া, গ্রীস ও তুরস্ক অতিক্রম করেছেন।

তিনি বলেন, হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় আমি কোনো সমস্যায় পড়িনি। উল্টো আমি মানুষের সহায়তা পেয়েছি। যা ছিল আমার প্রত্যাশার বাইরে। আমি হেঁটে হজযাত্রার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি একজন ক্রীড়াবিদ। এছাড়া আমি হেঁটে অনেক দূর যেতে অভ্যস্ত। আমি হাজার কিলোমিটার দূরত্বের পথ হেঁটে বিরল সাফল্য অর্জন করতে চাই।

তিনি বলেন, আমার মরহুম বাবা-মা বলে গেছেন কখনো ধর্ম বিচ্যুত হবে না। পবিত্র ভূমিতে পৌঁছানোর জন্য কয়েক মাস ধরে হাঁটছি কিন্তু কোনো ক্লান্তি আসছে না। সূত্র: আনাদোলু এজেন্সি

পাঠকের পছন্দ

মন্তব্য করুন