প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে মে মাসে স্থগিত হয়ে যাওয়া ফাইনাল প্রফ পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীরা।
আজ রোববার (৫ জুলাই) বেলা ১১টার দিকে রামেকের গেটের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের ‘যুদ্ধের সময় যোদ্ধা নিয়োগ বন্ধ রাখবেন না’ স্লোগান দিতে দেখা যায়। এছাড়া মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এগুলো হলো:
১. বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মতৈক্য এবং বিএমডিসির সার্বিক সহায়তায় অনতিবিলম্ব প্রফ পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা।
২. চলমান করোনা সংকট মোকাবেলায় দ্রুত আসন্ন ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নেওয়া।
৩. বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রতা সমাধানে আপাতত মেডিকেল কলেজের তত্ত্বাবধানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ।
মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শরীফ আহম্মেদ, শাকিল আহম্মেদ, তাপসী সরকার, প্রাপ্ত সরদার এবং মাউসুমই নীতি উপস্থিত ছিলেন।