The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

সেন্ট যোসেফে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

২০২২২-২৩ শিক্ষাবর্ষে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের আগামী ২২-২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

যেসকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে:

১) এসএসসি অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড (মূল);
২) এসএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনলাইন কপি;
৩) দুটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি।

এর আগে, গত ৭ ডিসেম্বর থেকে কলেজটির একাদশ শ্রেণিতে ভর্তি জন্য অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয়েছে গত ১১ ডিসেম্বর। ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা ক্লিক করুন এখানে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.