The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪

সেঞ্চুরি করেই ফিরলেন পন্ত, জুটি ভাঙলেন মিরাজ

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পন্ত। টেস্টে এটি তার ষষ্ট সেঞ্চুরি। ৬৭ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ১৬৭ রান করেন পন্ত–গিল।

৪ ছক্কা ও ১১ চারে ১২৪ বলে সেঞ্চরি পূর্ণ করে পন্ত।

মিরাজের বলে আউট হওয়া আগে করেন ১০৯ রানের ইনিংস। তার সেঞ্চরি ও গিলের অপরাজিত ৯৮ রানে ভারতের লিড সাড়ে চারশো ছাড়িয়েছে। তাদের জুটিতে ৪৫২ রানের লিড পেয়েছে ভারত। দুইজনই ব্যাট করেছেন ওয়ান-ডে মেজাজে।

সেঞ্চুরির আগে দুইবারই জীবন পেয়েছেন পন্ত। প্রথমবার ক্যাচ মিস করেন হাসান মাহমুদ। পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত। হাসানের চেয়ে নাজমুলের ক্যাচটি অনেক সহজ ছিল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.