The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫

সার্বভৌমত্বের কৃতিত্বে বিজয় দিবস উদযাপিত নিটারে

লাবিবা সালওয়া ইসলাম: সাভারের নয়ারহাটে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অধিভুক্ত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি এবং নিটার কনফারেন্স রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ত্যাগ ও সংগ্রামের স্মারক বিজয় দিবসকে ধারণ করেন নিটারের শিক্ষক ও শিক্ষার্থীরা। নিটারের পরিচালক জনাব ড. মো: জোনায়েবুর রশীদ, প্রোক্টরগণ, বিভিন্ন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেড, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারারসহ উৎফুল্ল শিক্ষার্থীরা মিলে ক্যাম্পাস প্রাঙ্গন থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে র‌্যালি করেন। সকলে মিলে জাতীয় স্মৃতিসৌধে সফলভাবে একাত্তরের শহীদদের উদ্দেশ্যে ফুল অর্পণ করেন। শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীসহ সকলের জন্য খাবারের আয়োজন ও থাকে।

এরপরই নিটারের কনফারেন্স রুমে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় নিটার কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠান। নিটার কালচারাল ক্লাবের সদস্যরা একে একে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, কবিতা, বক্তব্য এবং নাচ উপস্থাপন করেন।

পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়। নিটারের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো: আবুল কালাম এবং ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড ইসমাত জেরিন তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। নিটারের মাননীয় পরিচালক জনাব ড. মো: জোনায়েবুর রশীদ তাঁর তথ্য এবং উপাত্ত সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেন। তিনি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশ্বব্যাপী এর প্রভাব, মাথানিচু করে পাকবাহিনীর আত্মসমর্পণের দৃশ্যপট তুলে ধরেন। নিটার কালচারাল ক্লাবের মডারেটর ইন্দ্রজিৎ পাল তাঁর বাস্তব জীবনের চেতনা থেকে শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনার সংজ্ঞায় উদ্বুদ্ধ করেন।

এই দেশ, এই বাংলা, এই বাংলার মাটিতে সার্বভৌমত্বের এই ঋণ একাত্তরের সেই বীরশ্রেষ্ঠ, বীরবিক্রম, বীরপ্রতিক; সেই ত্রিশ লক্ষ শহীদ এবং সেই দু’লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি। সর্বোেপরি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং তাঁর আত্মার মাগফেরাতপূর্বক আলোচনা সভার সমাপ্তি ঘটে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.