The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাবি ছাত্র নুরনবী মারা গেছেন

রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণের ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নুরনবী মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী জুনায়েদ।

জনুয়েদ জানান, সাইন্সল্যাবের দুর্ঘটনার আহত হওয়ার পর দীর্ঘদিন থেকে ডিএমসিতে আইসিইউতে ছিলেন নুরনবী। আজকে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা গেছেন। আমাদের বন্ধুবান্ধব সবাই এখন মেডিকেলের ইমারজেন্সিতে আছি।

নুরনবী ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী এবং তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামে।

উল্লেখ্য, গত ৫ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় তিনি বিল্ডিংয়ের নিচে ছিলেন। বিস্ফোরণের পর তার ওপর তিন তলা থেকে ভারি কিছু একটা পড়ে। এরপর থেকে তিনি ঢামেকে ভর্তি ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.