The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

‘সাত কলেজের বিষয়ে সমাধান দেখতে পাবো আমরা’

‘সাত কলেজের বিষয়ে সমাধান দেখতে পাবো আমরা’

বাঙলা কলেজ প্রতিনিধি: আজ ৩রা নভেম্বর (রবিবার) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘সাত কলেজের বিষয়ে সমাধান দেখতে পাবো আমরা।’

এসময় তিনি বলেন, ‘যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাত কলেজের বিষয়ে কথা বলছেন। উনাদের সঙ্গে কথা বললে ভালো উত্তর পেতে পারেন। উনারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে বসছেন। এটা নিয়ে আসলেই আমরা একটা সমাধান দেখতে পাবো। এই বিষয়ে কিছু একটা জানবেন আপনারা।’

এর আগে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে বলে জানিয়েছিলেন প্রেস সচিব শফিকুল আলম। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসব কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে বলেও তিনি এসময় জানান।

এদিকে, শনিবার (২ নভেম্বর) বিকালে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সম্মেলন করে প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।

একই সঙ্গে দাবি আদায়ে দু’দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা বলেছিলেন, রবিবার (৩ নভেম্বর) ও সোমবার (৪ নভেম্বর) সাত কলেজের অভ্যন্তরীণ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ঘোষণা অনূযায়ী সকল ক্যাম্পাসে ক্লাস–পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.