The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪

সহকারী জজ নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৫০ জন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭৫০ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ এসব প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। তাঁদের লিখিত পরীক্ষা ২৭ আগস্ট শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক হাতঘড়ি, মুঠোফোন ও তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। সব পরীক্ষার্থীকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।

গত শনিবার পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর তিনটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

প্রিলিমিনারি পরীক্ষার ফল এই লিংকে দেখা যাবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. সহকারী জজ নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৫০ জন

সহকারী জজ নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৫০ জন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭৫০ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ এসব প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। তাঁদের লিখিত পরীক্ষা ২৭ আগস্ট শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক হাতঘড়ি, মুঠোফোন ও তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। সব পরীক্ষার্থীকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।

গত শনিবার পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর তিনটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

প্রিলিমিনারি পরীক্ষার ফল এই লিংকে দেখা যাবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন