The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৯ই জুন, ২০২৩

সড়কে ঝরে গেল ঢাবি শিক্ষার্থীর প্রাণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. মাহির শাহরিয়ার বাসের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মাহিরের বন্ধুরা জানায়, গত কাল রোববার মোটরসাইকেলে করে মাহির ও আরেকজন যাচ্ছিলেন। সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসটি হটাৎ ডানে চাপিয়ে দেয়। পরে মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। মটরসাইকেলটি মাহির চালাচ্ছিলেন।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে যিনি ছিলেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানাচ্ছে চিকিৎসকরা।

মো. মাহির শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

মাহিরের মৃত্যুতে ঢাবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন।

অত্যন্ত শান্ত ও ঠান্ডা মেজাজের মানুষ হিসেবে অসাধারণ ছিলেন বলে জানান তার বন্ধু ও সহপাঠীরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. সড়কে ঝরে গেল ঢাবি শিক্ষার্থীর প্রাণ

সড়কে ঝরে গেল ঢাবি শিক্ষার্থীর প্রাণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. মাহির শাহরিয়ার বাসের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মাহিরের বন্ধুরা জানায়, গত কাল রোববার মোটরসাইকেলে করে মাহির ও আরেকজন যাচ্ছিলেন। সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসটি হটাৎ ডানে চাপিয়ে দেয়। পরে মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। মটরসাইকেলটি মাহির চালাচ্ছিলেন।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে যিনি ছিলেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানাচ্ছে চিকিৎসকরা।

মো. মাহির শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

মাহিরের মৃত্যুতে ঢাবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন।

অত্যন্ত শান্ত ও ঠান্ডা মেজাজের মানুষ হিসেবে অসাধারণ ছিলেন বলে জানান তার বন্ধু ও সহপাঠীরা।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন