The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

শ্রীমঙ্গলে চলছে শামীম ওসমানের খোঁজ

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই ফোন বন্ধ করে আত্মগোপনে যান আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা।

আজ বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলির রাধানগর এলাকায় অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট গলফ পাঁচতারা হোটেলে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান আত্মগোপন করেছেন, এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হোটেলের সামনে শত শত জনতা ভিড় করে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান গোপনে পাঁচতারা হোটেলে অবস্থান করছেন। ফেসবুকে এমন স্ট্যাটাসে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন বয়সী জনতা ভিড় করতে থাকে।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষজনকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাধানগর গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ হাসান বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘শামীম ওসমানের অবস্থানের বিষয়টি সঠিক নয়। ইতিমধ্যে সেনাবাহিনীর মেজর মেজবাহ আমাদের জানিয়েছেন ভিআইপি কেউ অবস্থান করলে তাদের রেসপন্স করার জন্য। অতএব শামীম ওসমানের গোপন করার প্রশ্নই ওঠে না।

পাঁচতারা হোটেলে মহাব্যবস্থাপক আরমান খান জানান, শামীম ওসমান বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে বিক্ষুব্ধ জনতা রিসোর্টে ভিড় করে। পরে সেনাবাহিনী ও জনপ্রতিনিধিরা এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, শামীম ওসমানের আত্মগোপনের বিষয়টি সঠিক নয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.