The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

শেষ ষোলোই আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল আর্জেন্টিনা টিম। তবে শেষ দুই ম্যাচে দরু জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল আলবিসেলেস্তারা। প্রথমে মেক্সিকো এবং পরবর্তীতে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়। এই দুই জয়ে মোট ৬ পয়েন্টে নিয়ে গ্রুপ ‘সি’ এর চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখলো মেসির দল।

আর্জেন্টিনা মূলত গ্রুপসেরা হওয়ার কারণেই দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে না । শেষ ষোলোই মেসিদের প্রতিপক্ষ থাকবে অস্ট্রেলিয়া। আগামী ৩ ডিসেম্বর (শনিবার) আহমেদ বিন আলী স্টেডিয়ামে রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

চলতি বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী ‘ডি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর তিউনিসিয়াকে ১-০ এবং ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা করে অস্ট্রেলিয়া।

গতকাল পোল্যান্ডের বিপক্ষে প্রথম গোলের নায়ক অ্যালেক্সিস ম্যাক ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন,  অ্যালিস্টার অস্ট্রেলিয়াকে ভালো দল হিসেবে অ্যাখা দিয়েছেন।

গতকাল এই ফুটবলার বললেন, ‘ওরা ভালো দল। অলিম্পিক গেমসে আমাদের হারিয়ে দিয়েছিল (২–০ ব্যবধানে)। তবে বিশ্বকাপের দলটি সেই দল নয়, আমরাও একই দল নই। এটিও ঠিক ম্যাচটি সহজও হবে না।’

এদিকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ফ্রান্স, দ্বিতীয় রাউন্ডে খেলবে পোল্যান্ডের বিপক্ষে। রাশিয়া বিশ্বকাপে ২০১৮ তে এই ফ্রান্সের কাছেই ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল মেসিরা।

আর্জেন্টিনা জিতলেই যেন জিতে যায় ইবি

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. শেষ ষোলোই আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

শেষ ষোলোই আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল আর্জেন্টিনা টিম। তবে শেষ দুই ম্যাচে দরু জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল আলবিসেলেস্তারা। প্রথমে মেক্সিকো এবং পরবর্তীতে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়। এই দুই জয়ে মোট ৬ পয়েন্টে নিয়ে গ্রুপ ‘সি’ এর চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখলো মেসির দল।

আর্জেন্টিনা মূলত গ্রুপসেরা হওয়ার কারণেই দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে না । শেষ ষোলোই মেসিদের প্রতিপক্ষ থাকবে অস্ট্রেলিয়া। আগামী ৩ ডিসেম্বর (শনিবার) আহমেদ বিন আলী স্টেডিয়ামে রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

চলতি বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী ‘ডি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর তিউনিসিয়াকে ১-০ এবং ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা করে অস্ট্রেলিয়া।

গতকাল পোল্যান্ডের বিপক্ষে প্রথম গোলের নায়ক অ্যালেক্সিস ম্যাক ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন,  অ্যালিস্টার অস্ট্রেলিয়াকে ভালো দল হিসেবে অ্যাখা দিয়েছেন।

গতকাল এই ফুটবলার বললেন, 'ওরা ভালো দল। অলিম্পিক গেমসে আমাদের হারিয়ে দিয়েছিল (২–০ ব্যবধানে)। তবে বিশ্বকাপের দলটি সেই দল নয়, আমরাও একই দল নই। এটিও ঠিক ম্যাচটি সহজও হবে না।'

এদিকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ফ্রান্স, দ্বিতীয় রাউন্ডে খেলবে পোল্যান্ডের বিপক্ষে। রাশিয়া বিশ্বকাপে ২০১৮ তে এই ফ্রান্সের কাছেই ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল মেসিরা।

আর্জেন্টিনা জিতলেই যেন জিতে যায় ইবি

পাঠকের পছন্দ

মন্তব্য করুন