The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনার বিচারসহ ইবিতে ৪ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিসহ ৪ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে তারা।

বুধবার ( ১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা।

সমাবেশে তারা ৪ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো , ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে ‘হত্যাযজ্ঞ চালিয়েছে’, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে; তাদের দ্রুত অপসারণ ও নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, শিগগির তাদের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। আমাদের বিপ্লব নস্যাৎ করতে প্রতিবিল্পবের করা হচ্ছে।

ইবি ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ১৫ আগস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কুচক্রী মহল অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। যারা এমন হীন পরিকল্পনা করছে তাদের কালো হাত ভেঙ্গে দিতে আমরা বদ্ধপরিকর। এসব অরাজকতাকারীদের প্রতিহত করতে সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছে। সুতরাং সাবধান করে দিচ্ছি আমার ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগে কোন কর্মসূচি করবেন না।

You might also like
Leave A Reply

Your email address will not be published.