The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

শীঘ্রই প্রকাশিত হতে পারে চবির ৫ম মেধা তালিকা

সারওয়ার মাহমুদ, চবিঃ নির্ধারিত আসন খালি থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশ করা হতে পারে।

সোমবার (৯ জানুয়ারি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির (কোর কমিটি) ১৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেল প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।

তিনি বলেন আজকে একাডেমিক কোর কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানুয়ারির মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে এ শিক্ষাবর্ষের সকল কার্যক্রম সমাপ্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন বলেন, ৪র্থ মেধা তালিকা প্রকাশের পরও আরও প্রায় ২৩৮টা সিটের মতো খালি আছে। তাই, একাডেমিক কোর কমিটি থেকে আরেকটি মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.