The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫

শিল্পকলা একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৯ম থেকে ২০তম গ্রেডে ১৪ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: কালচারাল অফিসার
পদসংখ্যা: ১

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. পদের নাম: কণ্ঠশিল্পী

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি পাস এবং কোনো সাংস্কৃতিক একাডেমি থেকে পাঁচ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত। কণ্ঠশিল্পী হিসেবে পাঁচ বছরের স্টেজ পারফরমেন্সের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে।

বয়স: ৩০ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা। তবে সব জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি–নাতনি, এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৪. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। স্বীকৃত মোটর ড্রাইভিং প্রতিষ্ঠানের সার্টিফিকেটসহ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। পাঁচ বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা। তবে সব জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি–নাতনি, এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৫. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৯

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বয়স: ৩০ বছর

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, লালমনিরহাট, বাগেরহাট, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, ময়মনসিংহ ও জামালপুর। তবে সব জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি–নাতনি, এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

প্রার্থীর বয়স ২০২২ সালের ৬ জুলাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি–নাতনি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bsa.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (http://bsa.teletalk.com.bd/bsa2/doc/BSA.pdf) জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন অথবা vas.query@teletalk.com.bd বা secretary@shilpakala.gov.bd ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোট ৩৩৬ টাকা এবং ৩ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৪ টাকাসহ মোট ২২৪ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.