The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা বাধ্যমূলক করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজে পাঠানো হয়েছে। একই সাথে নির্দেশনাটি সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৩১ জুলাই সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই নির্দেশনাটি গত সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে পাঠানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তার মোকাবেলায় সব দপ্তর-সংস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র ছাত্রীদের মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.