The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪

শাবিপ্রবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ‘অফার্ড সাবজেক্ট’ দেখতে পারবেন।

শাবিপ্রবির স্নাতক ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শাবিপ্রবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৯ হাজার ৯০৪ জন। মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪ হাজার ৭৪৩ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন দুই হাজার ৩ জন।

বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট এক হাজার ৬৬৬টি আসন ফাকা রয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক এক হাজার ৫১টি আসন রয়েছে। বি ইউনিটের আসন সংখ্যা মােট ৯৯০টি ।

জানা গেছে, শাবিপ্রবির তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৩১৩ জন। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ২৬ হাজার ৬৫০ জন।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. পরীক্ষা ও ফালাফল
  3. শাবিপ্রবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ

শাবিপ্রবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ‘অফার্ড সাবজেক্ট’ দেখতে পারবেন।

শাবিপ্রবির স্নাতক ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শাবিপ্রবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৯ হাজার ৯০৪ জন। মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪ হাজার ৭৪৩ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন দুই হাজার ৩ জন।

বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট এক হাজার ৬৬৬টি আসন ফাকা রয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক এক হাজার ৫১টি আসন রয়েছে। বি ইউনিটের আসন সংখ্যা মােট ৯৯০টি ।

জানা গেছে, শাবিপ্রবির তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৩১৩ জন। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ২৬ হাজার ৬৫০ জন।

 

পাঠকের পছন্দ

মন্তব্য করুন