The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

শহীদ মিনারে হিরো আলমকে ঘিরে ‘সেলফি ঝড়’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বহুল আলোচিত-সমালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে বের হওয়ার পথে তার সঙ্গে সেলফি তুলতে উপচে পড়া ভিড় জমান ভক্তরা। অবশেষে ভক্তদের চাহিদা মিটিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়েন হিরো আলম।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন হিরো আলম।

শ্রদ্ধা নিবেদন শেষে বেদী থেকে বের হওয়ার সময় এক-দুইজন করে হিরো আলমের সঙ্গে ছবি তুলতে থাকেন। এরপর স্রোতের মতো শত শত মানুষ তার দিকে ছুটে আসেন ও ঘিরে ধরেন অসংখ্য ভক্ত।

এসময় ‘আলম ভাই, আলম ভাই’ ধ্বনিতে শহীদ বেদী মুখরিত হয়ে ওঠে। এত মানুষের ভিড়ে হিরো আলমকে অসহায়ের মতো এদিক-সেদিক তাকাতে দেখা যায়। এরপর ভক্তদের সেলফির আবদার মিটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.