The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪

লাইফ সায়েন্সে দেশ সেরা বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক র‍্যাংকিং -২০২৪ এর তালিকা প্রকাশ করেছে। এ বছর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে ১০৫৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৩টি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে স্থান লাভ করেছে। এরমধ্যে লাইফ সায়েন্সে দেশ সেরা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রকাশিত র‍্যাংকিং এ বাকৃবির অবস্থান ৬০১-৮০০ এর মধ্যে। অন্য দুটি বিশ্ববিদ্যালয়েরেই অবস্থান ৮০১-১০০০ এর মধ্যে। ২৫.৯-৩৩.৭ স্কোর অর্জন করে বাংলাদেশে প্রথম হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১৭.৪-২৫.৮ স্কোর করে যথাক্রমে ২য় অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া ২০২২ সালে প্রকাশিত বিষয়ভিত্তিক র‌্যাঙ্কি-২০২৩ এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বাকৃবির অবস্থান প্রথম ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লাইফ সাইন্স ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়। বাকৃবি মূলত লাইফ সায়েন্স নিয়েই কাজ করে। এই র‍্যাংকিং এ বাকৃবির যে অবস্থান সেটি আমাদের প্রকৃত অবস্থা নির্ধারণ করে। কাজেই লাইফ সাইন্সে যে অগ্রগতি সেটি বিশ্ববিদ্যালয় আসল অগ্রগতি। বরাবরের মতো এবারও স্বীকৃতি পেলাম। বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যে বিষয়টি গৌরবের। আমি এ জন্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারির প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের লক্ষ্য বিশ্ব সেরা হওয়ার। সেজন্যে সকলের আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে র‍্যাংকিং এ আমাদের আরো ভালো করতে হবে।’

উল্লেখ্য, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, ব্যবসা এবং অর্থনীতি, ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ, কম্পিউটার সায়েন্স, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, আইন, লাইফ সায়েন্স, শরীর বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এই ১১ বিষয় নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। লাইফ সায়েন্স ক্যাটাগরির মধ্যে আবার কৃষি এবং বন, বায়োলজিক্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স এবং স্পোর্টস সায়েন্স। লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বিশ্বের ১০৫৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যা গতবছর ছিলো ১০১৭ টি বিশ্ববিদ্যালয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.