The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪

রাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালাবে। আগামী ২৯, ৩০ ও ৩১ মে ওই রুটে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বুধবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ফ্লাইটগুলো ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় যাত্রা করে বিকেল ৪টা বিশ মিনিটে রাজশাহী পৌঁছাবে। রাজশাহী থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব ফ্লাইটের টিকিট কেনা যাবে। ওই রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩১৯৯ টাকা।

এছাড়া, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে ৪ দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি শুক্র, শনি ও রবিবার ঢাকা থেকে সকাল সোয়া ১১টায় রাজশাহীর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যায়। রাজশাহী থেকে ফিরতি ফ্লাইট রওয়ানা হয় ১২টা ৩৫ মিনিটে।

আর প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুর সোয়া ১টায় ফ্লাইট ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে এবং রাজশাহী থেকে যাত্রা করে দুপুর ২টা ৩৫ মিনিটে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.