The Rising Campus
News Media
শনিবার, ১লা এপ্রিল, ২০২৩

রাবি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রিমন, সম্পাদক অপু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্যুরিস্ট ক্লাবের ২০২২-২৩ কার্যনির্বাহীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কায়েস ইবনে রিমনকে সভাপতি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অপুকে সাধারণ সম্পাদক করা হয়।

রোববার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে গ্রীণ ভিউতে বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন রাবি ট্যুরিস্ট ক্লাব (আরইউটিসি)।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মধুসূদন চন্দ্র বর্মণ, সহ-সাধারণ সম্পাদক সাদিয়া হাসান শাওলী, সাংগঠনিক সম্পাদক মাহাথির মোরসালিন, অর্থ বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে সুমাইয়া তিতির।

এছাড়াও শাকিল আহমেদ ও মো. রিফাতকেকার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাফসিরুল ইসলাম অপু জানান, ভ্রমণের পাশাপাশি দেশের পর্যটন শিল্প বিকাশে কাজ করে রাবি ট্যুরিস্ট ক্লাব। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে সকলের সামনে ইতিবাচকভাবে উপস্থাপন করা, সাধারণ মানুষকে পর্যটন শিল্পের প্রতি আকৃষ্ট তৈরী করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পর্যটন শিল্পে অবদান রাখছে আমাদের ক্লাবটি। সকলের সহযোগিতায় আমরা বহুদূর যেতে পারবো সে আশা করছি।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ অক্টোবর রাবির কয়েকজন ভ্রমণ প্রিয় শিক্ষার্থী ট্যুরিস্ট ক্লাব গঠন করেন। ট্যুরিস্ট ক্লাব প্রতিবছর বিভিন্ন ভ্রমণের আয়োজন করে থাকে। এছাড়া দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতি এবং জনসচেতনা সকলের মাঝে তুলে ধরার কাজ করে যাচ্ছে ক্লাবটি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. রাবি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রিমন, সম্পাদক অপু

রাবি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রিমন, সম্পাদক অপু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্যুরিস্ট ক্লাবের ২০২২-২৩ কার্যনির্বাহীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কায়েস ইবনে রিমনকে সভাপতি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অপুকে সাধারণ সম্পাদক করা হয়।

রোববার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে গ্রীণ ভিউতে বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন রাবি ট্যুরিস্ট ক্লাব (আরইউটিসি)।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মধুসূদন চন্দ্র বর্মণ, সহ-সাধারণ সম্পাদক সাদিয়া হাসান শাওলী, সাংগঠনিক সম্পাদক মাহাথির মোরসালিন, অর্থ বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে সুমাইয়া তিতির।

এছাড়াও শাকিল আহমেদ ও মো. রিফাতকেকার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাফসিরুল ইসলাম অপু জানান, ভ্রমণের পাশাপাশি দেশের পর্যটন শিল্প বিকাশে কাজ করে রাবি ট্যুরিস্ট ক্লাব। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে সকলের সামনে ইতিবাচকভাবে উপস্থাপন করা, সাধারণ মানুষকে পর্যটন শিল্পের প্রতি আকৃষ্ট তৈরী করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পর্যটন শিল্পে অবদান রাখছে আমাদের ক্লাবটি। সকলের সহযোগিতায় আমরা বহুদূর যেতে পারবো সে আশা করছি।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ অক্টোবর রাবির কয়েকজন ভ্রমণ প্রিয় শিক্ষার্থী ট্যুরিস্ট ক্লাব গঠন করেন। ট্যুরিস্ট ক্লাব প্রতিবছর বিভিন্ন ভ্রমণের আয়োজন করে থাকে। এছাড়া দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতি এবং জনসচেতনা সকলের মাঝে তুলে ধরার কাজ করে যাচ্ছে ক্লাবটি।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন