The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আলিম, সম্পাদক আমীরুল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং ১০৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম।

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. নূরুল হক মোল্লা। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২৬টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৫২ জন প্রার্থী অংশ নিয়েছেন। এবার ২৩৯ জন ভোটারের মধ্যে ২২০ জন শিক্ষক তাঁদের ভোট প্রয়োগ করেছেন।

কমিটির অন্য নির্বাচিত প্রার্থীরা হলেন সহ-সভাপতি ড. মো. মতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান) ও সহ-সভাপতি ড. মো. গোলাম ছাদিক (ফার্মেসি), যুগ্ম-সম্পাদক ড. পারভেজ আজহারুল হক প্রিন্স (লোকপ্রশাসন) ও যুগ্ম-সম্পাদক ড. এস. এম. কামরুজ্জামান (ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস), কোষাধক্ষ ড. মো. শেরেজ্জামান (ইতিহাস), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদুর রহিম সাজিদ (আইসিই), যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ড. মো. মতিউর রহমান ২ (আরবি), প্রচার সম্পাদক ড. মোহাম্মদ হারুনর রশিদ (গণিত), তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুবুর রহমান রঞ্জ (রসায়ন), যুগ্ম-তথ্য ও গবেষণা ড. মো. আল-আমিন সরকার (ফিশারিজ)।

এছাড়াও সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন ড. মো. কুদরত-ই-জাহান (রসায়ন), ড. ইফতিখারুল আলম মাসউদ (আরবি) ও ড. মো. রেজাউল করিম-২ (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান), ড. মো. তোফাজ্জল হোসেন (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান)।

অনুষদ/ইনস্টিটিউট নির্বাচিত প্রার্থীরা হলেন
কলা অনুষদে ড. হোসনে আরা আরজু (সংস্কৃত), সামাজিক বিজ্ঞান অনুষদের ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম (ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট), বিজনেস স্টাডিজ অনুষদে মোহাম্মদ নির্ঝর রহমান (মার্কেটিং), বিজ্ঞান অনুষদে ড. মো. বাইতুল মোকাদ্দেছুর রহমান (ফার্মেসি), জীববিজ্ঞান অনুষদে ড. মো. শাহাদাৎ হোসেন (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি), কৃষি অনুষদে ড. মো. সাইফুল ইসলাম (ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি), প্রকৌশল অনুষদে ড. মো. মামুন-উর-রশীদ খন্দকার (ইইই), ফিশারিজ অনুষদে ড. মো. আবু সাঈদ জুয়েল (ফিশারিজ), ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ড. শাহ মো. আব্দুর রউফ (ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস), ইনস্টিটিউট ড. মোহা. হাছানাত আলী (আইবিএ)।

এছাড়াও চারুকলা অনুষদ/আইন অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস)।

You might also like
Leave A Reply

Your email address will not be published.