The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

রাবি আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশে দ্বিতীয় থেকে ছিটকে ষষ্ট স্থানে

২০২২ সালে আন্তর্জাতিক জার্নালে মৌলিক ও গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশে দ্বিতীয় অবস্থান থেকে ছিটকে ষষ্ঠ অবস্থানে চলে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গত ৮ জানুয়ারি বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ নামের একটি অনলাইন ম্যাগাজিনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আন্তর্জাতিক নির্ভরযোগ্য বিজ্ঞানভিত্তিক জার্নাল, বই ও গবেষণামূলক প্রবন্ধের তথ্য নিয়ে কাজ করে বিশ্বমানের গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস ইনডেক্স’। ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে সায়েন্টিফিক বাংলাদেশ।

প্রতিবেদন অনুসারে, ৫৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে গতবছর প্রতিষ্ঠানটি ৭০৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে দ্বিতীয় অবস্থানে ছিল। গত বছরের তুলনায় ১৩৭টি গবেষণা প্রবন্ধ কম প্রকাশ হয়েছে প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়। বরাবরের মতো এবারও তালিকায় প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

তালিকায় প্রথম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয় থেকে ৮৯৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এছাড়া তৃতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৭৭৭), চতুর্থ স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬৫৫), পঞ্চম স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (৫৮২), সপ্তম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৫৩৫), দেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান হিসেবে অষ্টম স্থানে রয়েছে আন্তর্জাতিক উদরায়ময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। প্রতিষ্ঠানটির ৪৯৭টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে। তাছাড়া নবম স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৪৮৯) এবং দশম স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় (৪৬৩)।

You might also like
Leave A Reply

Your email address will not be published.