The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

রাবি অধ্যাপক সুজন সেনকে সাময়িক অব্যাহতি

রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনকে সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা দূর্নীতির অভিযোগের তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ অব্যাহতি বলবৎ থাকবে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি অধ্যাপক মো. বনি আদম বলেন ‘গতকাল ড. সুজন সেনের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ পত্র জমা দেয়৷ পরবর্তীতে তারা বিভাগের কাছে আবেদন করে যে তদন্ত না হওয়া পর্যন্ত যেন অভিযুক্ত শিক্ষক কোন প্রকার অ্যাকাডেমিক কার্যক্রমের সাথে যুক্ত না থাকে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।’

এর আগে গতকাল (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের কাছে ড. সুজন সেনের বিরুদ্ধে সাত পৃষ্ঠার লিখিত অভিযোগপত্র সহ বেশকিছু তথ্যাদি জমা দেয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ড. সুজন সেন একজন স্বেচ্ছাচারী, অযোগ্য, প্রতারক ও দুর্নীতিবাজ শিক্ষক। বিভাগে শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণ, শহীদ জিয়াউর রহমান হলে প্রাধ্যক্ষের দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাৎ সহ ব্যাপক দূর্নীতি এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ করেন তারা। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বশরীরে সাধারণ শিক্ষার্থীদের বিপরীতে অবস্থান নেন বলে জানান তারা।

অভিযোগপত্রে সেই শিক্ষককে চাকরিচ্যুত ও অপসারণের দাবি জানান তারা। একইসাথে তদন্তে চলাকালীন ড. সুজন সেনকে যেন বিভাগের কোন ধরনের একাডেমিক কার্যক্রমে না থাকেন সেই মর্মে বিভাগের সভাপতির কাছে আবেদন করেন শিক্ষার্থীরা। তার প্রেক্ষিতে আজ বিভাগের একাডেমিক কমিটির মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তে ড. সুজন সেনকে বিভাগের সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.