The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪

রাবির ‘এ’ ইউনিটে ইংরেজি লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি লিখিত পরীক্ষার ফলাফল, সংগীত বিভাগ,নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার(১৫ জুলাই ) রাত ‘এ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যবহারিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাথী সহ গত ৩০ মে, ২০২৩ তারিখে অনুষ্ঠিত MCQ পরীক্ষায় উত্তীর্ণদের Subject Choice আগামী ১৭ জুলাই, ২০২৩ থেকে ২৩ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফরমে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। Subject choice ফরম পূরণ না করলে A ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না। Subject Choice প্রদানের পর তদনুযায়ী কোন নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা A ইউনিটে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে A ইউনিটের কোন বিভাগে ভর্তির সুযোগ থাকবে না।

এতে আরো বলা হয়, আগামী ২৩ জুলাই, ২০২৩ তারিখে বিভাগসমূহের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১লা আগষ্টে ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.