The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

রাবিতে ৩য় ধাপে চূড়ান্ত আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০ সেশনের ভর্তি পরীক্ষার তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ২৮ জুন ১২টা পর্যন্ত। তিন ইউনিটে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে। তবে দ্বিতীয় ধাপ শেষে এখনো ৪৫ হাজার চূড়ান্ত আবেদন বাকি আছে। অর্থাৎ দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষে সব ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ৭১ হাজার।

রবিবার (২৬ জুন) দুপুর ২টা থেকে এ আবেদন শুরু হয়েছে বলে জানিয়েছেন আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম।

জানা গেছে, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় মানবিক (এ ইউনিট), বিণিজ্য (বি ইউনিট) ও বিজ্ঞান (সি ইউনিট) এ তিন ইউনিটে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে। দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষে এ ইউনিটে ৬৩ হাজার, বি ইউনিটে ৩৮ হাজার ও সি ইউনিটে ৭০ হাজার সহ মোট আবেদন পড়েছে ১ লাখ ৭১ হাজার।

হিসেব অনুসারে, এ ইউনিটে চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবে ৯ হাজার, বি ইউনিটে ৩৪ হাজার এবং সি ইউনিটে ২ হাজার। তিন ইউনিটে মোট আবেদন সংখ্যা ২ লাখ ১৬ হাজার। তবে দ্বিতীয় ধাপের আবেদন শেষে ফাঁকা রয়েছে ৪৫ হাজার আবেদন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার শেষ ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। জিপিএ-এর ভিত্তিতে বিভিন্ন ধাপে ভর্তিচ্ছুরা আবেদনের সুযোগ পাচ্ছে। তবে বি ইউনিটে সকলে আবেদনের সুযোগ পেয়েছে।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৭ জুলাই। চার শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ১’শ টাকা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.