The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

রাবিতে বুস্টার ডোজ টিকা দেয়া হবে ৫-৬ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৫ ও ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যদলয়ের নিজ ক্যাম্পাসে করোনার এই টিকা দেয়া হবে।

এ তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

উল্লিখিত তারিখের প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এই টিকা নিতে পারবেন। বুস্টার ডোজ নেওয়ার জন্য দ্বিতীয় ডোজ টিকা দেয়ার প্রমাণপত্র সাথে আনতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.