The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে রাজনৈতিক অধিকার বিষয়ক উন্মুক্ত আলোচনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক অধিকার বিষয়ক উম্মুক্ত আলোচনা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়েজেদ মিয়া একাডেমিক ভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আইভিএলপি ইম্প্যাক্ট আওয়ার্ড ২০২৩ বিজয়ী প্রকল্প ‘প্রমোটিং পলিটিকাল পার্টিসিপেশন অভ ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিস’ এর আওতায় রাবি ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এ উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত আলোচনায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অংগ্রহনে চ্যালেঞ্জগুলো শেয়ার করেন এবং রাজনৈতিক অংংশগ্রহণের জন্য সংকল্প ব্যক্ত করেন।

অধ্যাপক জান্নতুল ফেরদৌস বলেন, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির জন্য যে বাঁধাগুলো কাজ করে তা মূলত মানসিক। এছাড়া আর কোন বাঁধা নেই। যেকোন দাবি আদায়ে ও সমস্যার সমাধানে প্রতিবন্ধী শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন যে, প্রতিবন্ধীদের সমাজের করুণা বা কোটা সুবিধা নিয়ে নয়, নিজের আলোতেই আলোকিত হতে হবে।“

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হয় এবং আজ উন্মুক্ত আলোচনা মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবন্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকারসহ সকল অধিকার সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

আয়োজনের প্রকল্প পরিচালক পিডিএফ ইয়ুথনেটের টিম লিড নাজমুস সাকিব বলেন, “আজকে আমাদের এই প্যানেল আলোচনায় বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের মাধ্যে একটি প্রানবন্ত আলোচনা হয়েছে। এই আলোচনায় উঠে এসেছে তরুণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহনের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ ও তাদের রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতে করণীয় পদক্ষেপ সমূহ। আশা করি এই আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক ক্ষমতায়নের নতুন দ্বার উন্মুক্ত করবে।

উন্মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলাম সাউদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোখলেসুর রহমান মিলন, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, রাস্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফারাত তাসনিম, রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাকসুর সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্রী ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী শাকিলা খাতুন, এবং নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক মীর আলহাজ হোসেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.