The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

রাবিতে আসছেন ‘হাওয়া’র নির্মাতা মেজবাউর রহমান সুমন

মারুফ হোসেন মিশন, রাবি: চলচ্চিত্রবিষয়ক গবেষণা পত্রিকা ম্যাজিক লণ্ঠন এর আয়োজনে সাম্প্রতিক চলচ্চিত্র নিয়ে কথা বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন আলোচিত ‘হাওয়া’ চলচ্চিত্রের নির্মাতা মেজবাউর রহমান সুমন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে তিনি এ নিয়ে বক্তৃতা করবেন বলে নিশ্চিত করেন ম্যাজিক লণ্ঠনের সম্পাদক অধ্যাপক কাজী মামুন হায়দার। ‘সাম্প্রতিক চলচ্চিত্র প্রবণতাতে ‘হাওয়া’র গড়ে ওঠা/নির্মাণ’ শীর্ষক ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ১০’ শিরোনামে এ বক্তৃতা অনুষ্ঠিত হবে।

মেজবাউর রহমান সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইন্সটিটিউট থেকে পড়ালেখা করেছেন। নাটক নির্মাণ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এক ডজনেরও বেশি জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন তিনি। এরপর বিজ্ঞাপন নির্মাণে হাত দেন তিনি। সবশেষ বড় পর্দায় আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ দিয়ে নতুন পথচলা শুরু করেন। এর মধ্যে ওটিটি প্ল্যাটফরম ‘চরকি’তে অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’ নির্মাণ করেছেন তিনজন মিলে। মেজবাউর রহমান সুমন ব্যান্ড দল ‘মেঘদল’-এর অন্যতম প্রতিষ্ঠাতা।

ম্যাজিক লণ্ঠনের নিয়মিত আয়োজন ‘ম্যাজিক লণ্ঠন কথামালা’য় অংশ নিতে এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্রনির্মাতা নুরুল আলম আতিক, আবু সাইয়ীদ, গোলাম রাব্বনী বিপ্লব, অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, চলচ্চিত্রনির্মাতা ও অভিনয়শিল্পী কাজী হায়াৎ, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ ও চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার। সর্বশেষ ২০২০ সালের ১১ মার্চ ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ৯’-এ চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার কথা উপস্থাপন করেন, ‘চলচ্চিত্রে অমীমাংসিত নারী’ বিষয়ে। মাঝে করোনাভাইরাসের কারণে ২০২১ সালে এ ধরনের আয়োজন করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ম্যাজিক লণ্ঠন নামে পত্রিকা ও সংগঠনটির যাত্রা শুরু ২০১১ খ্রিস্টাব্দে। জানুয়ারি ও জুলাই মাসে আমরা নিয়মিত এ পত্রিকাটি প্রকাশ করি। এ পত্রিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউমিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশ করা হয়। যেগুলো পত্রিকার পাশাপাশি নিয়মিত প্রকাশ হয় ম্যাজিক লণ্ঠনের ওয়েবসাইটেও (www.magiclanthon.net)। এছাড়া ম্যাজিক লণ্ঠনের উদ্যোগে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে প্রতি রবিবারে চলচ্চিত্র বিষয়ে ও বুধবারে সাধারণ পাঠচক্র অনুষ্ঠিত হয়। শুধু তা-ই নয়, ম্যাজিক লণ্ঠন-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করে থাকে। এ ছাড়া সংগঠনটি সপ্তাহে একদিন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনও করে আসছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.