The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭.৪২ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ আজ ২৭মে (শনিবার) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষার সি ইউনিট তথা ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯৭.৪২ শতাংশ। ১৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭৫৪ জন।

কেন্দ্রে শিক্ষার্থীদের সহায়তার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী কল্যান সমিতির বুথ। এছাড়াও স্থানীয় প্রশাসনের পাশাপাশি শৃঙ্খলার দায়িত্বে ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিএনসিসি এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম পরীক্ষার কক্ষগুলো পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সহায়তা করায় সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সফলভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের পর এবার ২য় বারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেহাবি, বশেমুরবি, চাঁবিপ্রবি ব্যাতীত বাকি ১৯ টা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। আগামী ৩রা জুন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবারের গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.