The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪

রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লীগ মাতাবেন সাকিব

ডেস্ক রিপোর্ট: বিশ্বসেরা সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে খেলবেন। এ টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২৬ নভেম্বর ২০২৪। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নিয়ে একসময় আয়োজন করা হতো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কালের পরিক্রমায় এ টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্ট আনছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

এ টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব। তবে দেশের বাইরে এ আসর হওয়ায় সাকিবের খেলতে কোনো বাধা থাকছে না।

ইতোমধ্যে গ্লোবাল সুপার লিগ তাদের ম্যাচসূচি ঘোষণা করেছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। এরপর দ্বিতীয় দিনেই মাঠে নামবে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি দের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল।

এদিকে রংপুর ও ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

প্রথম রাউন্ডে প্রতিটি দলই একবার করে পরস্পর মুখোমুখি হবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর ১ ডিসেম্বর মুখোমুখি হবে ভিক্টোরিয়ার। এ ছাড়া ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ লাহোর।

গায়ানা সরকারের পরিকল্পনায় শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগের সব ম্যাচই হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এর পর আগামী ৭ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপাজয়ী দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.