The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের লীগে দলের নেতৃত্বে সাকিব

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়ে দিতে সাকিব আল হাসান ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে অংশ নেবেন তিনি। নেতৃত্ব দেবেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের।

ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সাকিবের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশ ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিতই সাকিবকে দেখা যায় নেতৃত্ব দিতে। এমন সাকিবের ওপর তাই আস্থা রেখেছে লস অ্যাঞ্জেলেস। যা দলটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়ে জানিয়েছে।

সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৪ ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে নেতৃত্ব দেবেন।’ অধিনায়ক নির্বাচিত হওয়ার পর লস অ্যাঞ্জেলেস ওয়েভসের ফেসবুক পেজে পাঠানো এক ভিডিওতে সাকিব বলেছেন, ‘হ্যালো ডালাস। আমি সাকিব আল হাসান। আপনাদের সঙ্গে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে ৪ থেকে ১৪ অক্টোবর দেখা হবে।’

প্রথমবারের মতো হওয়া ৬০ বলের এই টুর্নামেন্টে সাকিবের দলে খেলবেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড, পাকিস্তানের রুম্মন রইস, ইংল্যান্ডের টাইমাল মিলস, স্কটল্যান্ডের জর্জ মুনসির মতো ক্রিকেটাররা। দলটির কোচ মিকি আর্থার। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় নিউইয়র্ক লায়নসের মুখোমুখি হবেন সাকিবরা। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে হবে ম্যাচটি।

সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবালও দল পেয়েছেন। তাকে নিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব-তামিমকে আবারও দেখা যাবে এই ম্যাচে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.