The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪

যাত্রীর স্বজনদের হাম-লায় স্টেশন মাস্টার আহত, বন্ধ ট্রেন চলাচল

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে স্টেশন মাস্টার খলিলুর রহমানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন যাত্রীর স্বজনরা।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এগারোসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্দুর প্রভাতি ট্রেনটি আসছিল। পথে ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনারা টিকিট কেটে উঠছেন কিনা। এ ছাড়াও টিকিট দেখাতে বলেন। পরে তারা তাদের পরিচয় দেন।

এ সময় ওই নারী যাত্রী তাদের টিকিট কাটতে বলেন। পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার ও তার স্ত্রী টিকিট কেটে ট্রেনে ওঠেন। পুনরায় ওই নারী যাত্রী টিকিট কাটার কথা বললে তারা টিকিট কেটেছেন বলে জানান এবং দেখান। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামতেই ওই যাত্রীর স্বজনরা স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করে।

বর্তমানে খলিলুর রহমান গুরুতর আহত হয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার জেরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যায়। কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারোসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ করে দেয়া হয়। এতে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.