The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

মেয়েরা তো আমাকে কিং বলে ডাকে: জয়েদ খান

জায়েদ খান পরপর দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকতে সিনেমা ও সংগঠন সংশ্লিষ্ট নানান কাজের জন্য আলোচনায় উঠে আসেন বারবার। তবে চলতি বছর সংগঠনটির ১৭তম নির্বাচনে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করে আবারও আলোচনায় আসেন তিনি।

সম্প্রতি এই তারকা এক সাক্ষাতকারে জানান, একটি মেয়ে তার ছবি ছাপিয়ে বালিশের কাভার বানিয়ে তাতেই ঘুমান। এগুলো দেখতে তার কাছে খুবই ভালো লাগে। আবার অনেক মেয়ে তাকে কিং বলে ডাকে বলেও জানান এই তারকা।

রিলেশনের ব্যাপারে জায়েদ খান বলেন, আমি যখন যে রিলেশনে থাকি তখন সেই রিলেশনেই থাকি। এটাকে বলে আমি সৎভাবে প্রেমটা করি। মেয়েরা একটু কেয়ারিং, বিশ্বাস ও সততা পছন্দ করে। আর হ্যান্ডসাম বিষয়টা তো আছেই।

এই তারকা ব্যক্তিগত বিষয়ে বলেন, নায়ক হলেও তিনি সিগারেট-মদ স্পর্শ করেন না, খেলেননা জুয়া। দূর থেকে অনেকে অনেক কিছুই মনে করে। কাছে আসার পর দেখে এসব কিছুই নাই। ভালো একটা ফ্যামিলিতে অবস্থান করি, কাউকে বিপদে ফেলি না, চেষ্টাও করি না। যেকোনো মানুষের বিপদে পাশে দাঁড়াই। আবার কিছু মানুষ আছে যারা প্রেমের সময় ব্লাকমেইল করে, বাজে কথা বলে। আমি এগুলো কখনই করি না।

গোপনে বিয়ে করার বিষয়টি উঠলে সেই বিষয়েও কথা বলেন এই তারকা। তিনি বলেন, অনেকে অনেক কিছু মিথ্যা বুঝিয়ে গোপনভাবে বিয়ে করে, এসব আমি কখনো করিনি। একটা মেয়ে দিনশেষে সৎ, ছায়া হতে পারবে, বিশ্বাসী এমন মানুষ খোঁজে। তারা সেই বিশ্বাস আমার মধ্যে পায়। যে কারনে মেয়েরা তাদের ভালবাসার জায়গাটা আমাকেই দেয়।

“অন্তর জালা” সিনেমার অ’ভিনেতা বলেন, শুধু আমিই না, সব নায়কের জন্য মানুষ এমনটাই করে। সালমান শাহর জন্য মানুয় আত্ম’হত্যা পর্যন্ত করেছে। আমার জন্য তো এক মেয়ে বালিশের কাভারের ওপর ছবি ছাপিয়ে ঘুমায়। সে তার ছবি পাঠায়। এটা দেখতেই আমার ভালো লাগে। অনেক মেয়েরাতো আমাকে কিং বলে ডাকে। বলে, আপনি আমার কিং।

You might also like
Leave A Reply

Your email address will not be published.