The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

মেসের খাবারে মৃত সাপ, হাসপাতালে ১০ শিক্ষার্থী

মেসের খাবারে পাওয়া গেল মৃত একটি সাপ। ঐ খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ১০ শিক্ষার্থীকে। ভারতের বিহারের বাঙ্কা জেলার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পাশের একটি মেসে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিক্ষার্থীরা খাবারে বিষক্রিয়ার অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে সবাই এখন সুস্থ।

এ ঘটনায় ক্ষুব্ধ হোস্টেল শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ করলে কলেজের এক কর্মী তাদের হুমকি দিয়েছেন।

কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সানি মাহতো বলেন, ‘আমরা খাবারের মান নিয়ে এর আগেও সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু এবার তা সীমা অতিক্রম করেছে। খাবারে একটি সাপ পাওয়া গেছে। কেউ এটা সহ্য করতে পারে না। আমরা শিক্ষকদের কাছে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে।’

জেলা ম্যাজিস্ট্রেট আনশুল কুমারকে উদ্ধৃত করে লাইভ হিন্দুস্থান বলেছে, ‘কলেজে এর আগেও খাবার সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছিল। প্রশাসন এটি তদন্ত করেছে এবং কলেজকে একটি নির্দেশ জারি করেছে।’

প্রসঙ্গত, মেসটি একটি বেসরকারি ঠিকাদার পরিচালনা করে বলে জানা গেছে। খাবারের মান নিয়ে অভিযোগ করেছে কলেজটির মেয়ে শিক্ষার্থীরাও।

You might also like
Leave A Reply

Your email address will not be published.