The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ইবি ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লিন ক্যাম্পাস; সেভ ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রলীগ।

রবিবার (৫ মার্চ) বিকাল ৫ টার দিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে শাহিন আলম, রিয়ন মিয়া, বিপুল হোসাইন, হাফিজ;মেজবাহ, শাকিল, সৌমিক, তরুন, বাধন, সামিউলসহ প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে এই অভিযানটি শুরু হয়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশসহ তার চারপাশ পরিষ্কার করেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ক্লিন ক্যাম্পাস ;সেভ ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে পিতা মুজিবের মুর‍্যালের পাদদেশ সহ তার চারপাশ পরিস্কার করেছি। ছাত্রলীগ সব সময় সৃজনশীল ;এবং শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কাজ করে থাকে৷ আমাদের এই কার্য্যক্রম অব্যাহত থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.