The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫

মির্জাগঞ্জে শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার উত্তর ছৈলাবুনিয়া গ্রামে পাঠাগার ভিত্তিক যুব ও সমাজসেবা ক্লাবের উদ্যোগে কাসারি তাল্লুক পাঠাগার মাঠে ৮ম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা- ২০২৩ অনুষ্ঠিত।

২৮ জানুয়ারি শনিবার বিকাল ৩.৩০ মিনিটে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব মোঃ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইয়েমা হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ, পটুয়াখালী। তিনি অত্র এলাকার অবসর প্রাপ্ত ৪ জন শিক্ষককে প্রিয় শিক্ষক সম্মাননা, ১ জনকে শিক্ষানুরাগী সম্মাননা এবং প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন ছাত্র ছাত্রীদের হাতে কৃতি শিক্ষার্থী স্মারক ও সার্টিফিকেট তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উৎসাহমূলক এরকম কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সুবিদখালী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক নুরুল হক সিকদার, সমাজসেবক কামাল সিকদার, নাসির হাওলাদার, ও মোখলেচুর রহমান, পাঠাগারের জমিদাতা মোতালেব হাওলাদার। অনুষ্ঠান পরিচালনায় নেতত্ব দেন আরাফাত হোসেন ফায়েদ। সহযোগী ছিলেন সুজন, জাহিদ ,হাসিব, নেসার, সাকিবুল, মেহেদী, , নাইম, রিমি, এবং পাঠাগারের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব ও শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং প্রতিযোগিতামূলক এসব আয়োজনের মাধ্যমে নিজেদেরকে আরো শাণিত করার আহ্বান জানান অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ভিভো, এডভ্যান্স টেলিকম, নেসলে বাংলাদেশ, বাংলালিংক, রবি, ইলেকট্রিক্যাল এনার্জি এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি সহযোগিতা করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.