The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

মাদারগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের কমিটি গঠন

জবি প্রতিনিধি: ঢাকায় অবস্থানরত জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন মাদারগঞ্জ ছাত্রকল্যাণ সংসদ, ঢাকার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলী ইমাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন।

শনিবার (২৭ মে) রাতে সংগঠনটির মাতৃ সংগঠন মাদারগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি মাহাবুবর রহমান রিপন ও মহাসচিব এডভোকেট মো. জুলফিকার আলী বাবুল এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ১৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১০ জনসহ অন্যান্য পদ মিলিয়ে মোট ১০১ জন স্থান পেয়েছেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আলী ইমাম বলেন, ‘মাদারগঞ্জ ছাত্রকল্যাণ সংসদ, ঢাকা মাদারগঞ্জ সমিতির ঐকান্তিক সহযোগিতায় আমাদের উপজেলার সকল শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজনে কাজ করে যেতে বদ্ধপরিকর। কোন শিক্ষার্থী যেন আর্থিক নিরাপত্তাহীনতায় না ভোগে, এছাড়াও প্রতিটা শিক্ষার্থীর যেকোন প্রয়োজনে মাদারগঞ্জ ছাত্রকল্যাণ সংসদ কাজ করবে আরও মাদারগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নানারকম কর্মসূচি গ্রহণ করবে। মাদারগঞ্জ সমিতি ঢাকার সহযোগিতায় এখন পর্যন্ত ৪৭ জন শিক্ষার্থীকে প্রতিমাসে ২০০০ টাকা হারে বৃত্তি প্রদান করছে।

আমাদের মাননীয় মির্জা আজম এমপি মহোদয়সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ মাদারগঞ্জে শিক্ষার সম্প্রসারণে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা তাদের সকল উদ্যোগ সফল করতে আমাদের সংগঠনের মাধ্যমে ঐকান্তিক চেষ্টা করব ইনশাআল্লাহ।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.