The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪

ব্যালন ডি’অরে ভিনির প্রতি ‘অন্যায়’ হয়েছে : ব্রাজিল কোচ

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সেরা ফুটবলার বেছে নেওয়ার অনুষ্টান ব্যালন ডি’অরে এবার সেরার খেতাব পেয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তবে অনেকের মতে রদ্রির চেয়ে এই পুরষ্কারের বেশি যোগ্য ছিলেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড় ভিনিসিয়ুসের পাশে দাড়চ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিল জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়র।

শুক্রবার (১ নভেম্বর) ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের আসন্ন দুই ম্যাচের জন্য সেলেসাওদের দল ঘোষণার সময় কথা বলেন তিনি। ব্যালন ডি’অর পুরস্কার বিতর্কে ব্রাজিলের উঠতি তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি অবিচার হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ।

সম্প্রতি স্পেনের মিডফিল্ডার রদ্রি এই পুরস্কার জেতায় অসন্তুষ্ট ভিনিসিয়ুসের অনুরাগীরা এবং ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনও (সিবিএফ) এই তরুণ তারকাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে।

দরিভাল জুনিয়র বলেন, ‘এটি একটি ব্যক্তিগত পুরস্কার এবং আমার মতে, এই ফলাফল ভিনিসিয়ুসের প্রতি অবিচার করেছে।’ তিনি আরও জানান যে, রদ্রির প্রতি তিনি কোনো বিরূপ মনোভাব পোষণ করেন না। রদ্রিকে প্রশংসা করলেও তিনি মনে করেন, ভিনিসিয়ুস গত মৌসুমে তার খেলায় অসাধারণ অবদান রেখেছেন এবং বেশি স্বীকৃতি পাওয়ার যোগ্য ছিলেন।

দরিভাল আরও বলেন, ‘যদি এমন কোনো খেলোয়াড় থাকেন যিনি গত মৌসুমে ধারালো, প্রভাবশালী এবং তীক্ষ্ণ খেলা উপস্থাপন করেছেন, তবে নিঃসন্দেহে সেটি ভিনিসিয়ুস জুনিয়র।’

ভিনিসিয়ুসের সঙ্গে ব্যক্তিগত আলোচনা প্রসঙ্গে তিনি জানান যে, ব্যালন ডি’অরের পুরস্কার বিতর্কের পর ভিনিসিয়ুসের সাথে সাক্ষাৎ করে কথা বলার পরিকল্পনা করেছেন তিনি। তার মতে, ভিনিসিয়ুসের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো তার দেশের জনগণের সম্মান ও সমর্থন পাওয়া।

দরিভাল বলেন, ‘ব্রাজিলের মানুষ ভিনিসিয়াসের প্রতি অবিচারটা বুঝতে পেরেছে এবং তার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা তাকে একটি বড় প্রাপ্তি দিয়েছে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.