The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ ঘোষণা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটি’র।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল শহিদ মিনারে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক আখতার হোসেন। এছাড়া নাগরিক কমিটিতে মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন।

এছাড়া নাগরিক কমিটিতে ৫২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এর আগে বিকেল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.