The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন দুই লাখ

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থায় দুই পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/ সরাসরি/ কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: লিড ফ্যাসিলিটেটর, সুন্দরবন কোয়ালিশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: হিউম্যানিটারিয়ান, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিও কনফারেন্সে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও লাইন প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ করে, স্ল্যাক ও ক্লিক আপের কাজ জানতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন দুই লাখ টাকা
অন্যান্য সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, জীবন বিমা, ছুটি ও মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটির সুবিধা আছে।

পদের নাম: ম্যানেজার—অর্গানাইজেশনাল স্ট্রেনদেনিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয় মানবাধিকার বিষয়ে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে মনিটরিংয়ের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। রাইটিং ও এডিটিং জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১ লাখ ৭৮ হাজার টাকা
অন্যান্য সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, জীবন বিমা, ছুটি ও মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটির সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ সিভি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/ নাগরিকত্ব সনদ ও দুটি রেফারেন্স সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
এপিসি (এইচআর), ইএসডিও, কলেজ পাড়া (গোবিন্দনগর), ঠাকুরগাঁও–৫১০০।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২২।

You might also like
Leave A Reply

Your email address will not be published.