The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫

বেইলি রোড ট্রাজেডি: একসঙ্গে দুই মেয়েকে হারালেন দুদক কর্মকর্তা কবির হোসেন

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় একসঙ্গে দুই মেয়েকে হারিয়েছেন দুদকের সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল। অগ্নিকাণ্ডে মারা যাওয়া দুই মেয়ে হলেন মেহেরা কবির দোলা (২৯) ও মাইশা কবির মাহী (২১)। এ ঘটনায় শোকে পাথর হয়ে পড়েছেন তিনি।

বড় মেয়ে মেহেরা কবির দোলার কিছুদিন আগে বিয়ে হয়। তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন। আর ছোট মেয়ে মাহী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন বলে জানা গেছে।

কবির হোসেন জুয়েল রাজধানীর সরকারি এজিবি কলোনীতে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করতেন। তিন মেয়ের মধ্যে মারা যাওয়া দুই মেয়ে বড় সন্তান। মর্মান্তিক এমন মৃত্যুর ঘটনায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ শোক প্রকাশ করেছেন।

একইসঙ্গে শোক প্রকাশ করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

মৃত দুই মেয়েকে রাজধানীর শাহজাহানপুরে কবরস্থানে দাফন হয়েছে বলে জানা গেছে। মেয়েদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের বাবা সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.