The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

বৃষ্টি বিলাসে উষ্ণতা ছড়াচ্ছেন সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন। ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।

সাফা করিব সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টি বিলাসের কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে একটি কবিতা শেয়ার করেছেন, ‘অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে,ভালোবাসার সৃষ্টি হয়।’

রিমঝিম বৃষ্টির মাঝে বাঙালি ঘরানায় আলতা হাতে খোলা চুলে উষ্ণতা ছড়াচ্ছেন সাফা কবির। যেখানে আবেগময়ী রূপে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। বৃষ্টির প্রতিটি ফোটা যেন সাফার শরীরে হীরার মতো ঝলক দিচ্ছে।

খোলা চুল নো মেকআপ লুক কানে দুল আর কাজল কালো মায়াবী চোখের চাহনি ভক্তদের মনে দাগ কেটেছে। এখানে অভিনেত্রীকে বাঙালি সাজে বেশ মানিয়েছে। যা বেশ প্রশংসার।

সাফা কবিরকে তার ভক্ত-অনুরাগীরা বৃষ্টির মাঝে দেখে বেশ প্রশংসা করেছেন। আয়ান আরিফ নামে একজন লিখেছেন, ‘বরাবরই বৃষ্টি ও তুমি আমার কাছে প্রিয়। তোমার চোখের চাহনি আমার মনে কেড়ে নিয়েছে।’

ইমন নামে আরেকজন লিখেছে, ‘তুমিও পারবে সে যোগ্যতায় স্রষ্টা পাঠায় পৃথিবীতে, জ্বলে উঠো আমিও পারি সে আত্মবিশ্বাসের দাবিতে।’ রণির ভাষ্য, ‘বৃষ্টির মাঝে তোমাকে দেখে আরও বেশি সুন্দর লাগছে, তোমার নাটকগুলো আমার ভালো লাগে খুব।’

আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সাফা কবির মিডিয়া জগতে পা রাখেন। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.