The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩

বৃষ্টির বাঁধা উপেক্ষা করে ‘অন্তিম উৎসবে’ মেতেছে ইবি

ইবি প্রতিনিধি : বৃষ্টির বাঁধা উপেক্ষা করে ইবিতে শুরু হয়েছে প্রথমবারের মতো ওপেন কনসার্ট ‘অন্তিম উৎসব‘। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে সাদ্দাম হোসেন হলের উদ্যোগে এই আয়োজন করা হয়।

এর আগে, আয়োজনটি দুপুর থেকে শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে সময় পিছিয়ে যায়। মূলত বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে জাঁকজঁমকপূর্ণ এই কনসার্টের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে কনসার্ট শুরু হবে। যা শেষ হবে রাত সাড়ে আটটার দিকে। কনসার্টে দেশের স্বনামধন্য পাঁচটি ব্যান্ডের (সোনার বাংলা সার্কাস, মাশা, দ্যা ভাইপারস, জেমস সম্রাট, ওয়েভ দ্যা ব্যান্ড) শিল্পীরা গান পরিবেশন করবেন। কনসার্টে প্রায় তিন হাজার লোকের সমাগম হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

সাদ্দাম হল প্রভোস্ট ড. আসাদুজ্জামান বলেন, মূলত এটা আমাদের হলের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। সেখানে আমরা তাদের বিদায় দিব। এই আয়োজন আমরা হলেই করেছি। কনসার্ট অনুষ্ঠানে পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও হল বডি সবাই সজাগ থাকবে। ভলান্টিয়ার বাহিনী ও রয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় আশা করি ভালো ভাবেই অনুষ্ঠান সম্পন্ন হবে৷

অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা হল কর্তৃপক্ষ, প্রক্টরিয়াল বডি, ইবি থানার ওসির সাথে যৌথভাবে সভা করেছি। এরপর গোয়েন্দা সংস্থা, এনএসআই’র সাথে কথা বলেছি। এছাড়া সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য দুই জেলার এসপি ও লোকাল দুই থানার ওসির কাছে চিঠি প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. বৃষ্টির বাঁধা উপেক্ষা করে ‘অন্তিম উৎসবে’ মেতেছে ইবি

বৃষ্টির বাঁধা উপেক্ষা করে 'অন্তিম উৎসবে' মেতেছে ইবি

ইবি প্রতিনিধি : বৃষ্টির বাঁধা উপেক্ষা করে ইবিতে শুরু হয়েছে প্রথমবারের মতো ওপেন কনসার্ট 'অন্তিম উৎসব'। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে সাদ্দাম হোসেন হলের উদ্যোগে এই আয়োজন করা হয়।

এর আগে, আয়োজনটি দুপুর থেকে শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে সময় পিছিয়ে যায়। মূলত বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে জাঁকজঁমকপূর্ণ এই কনসার্টের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে কনসার্ট শুরু হবে। যা শেষ হবে রাত সাড়ে আটটার দিকে। কনসার্টে দেশের স্বনামধন্য পাঁচটি ব্যান্ডের (সোনার বাংলা সার্কাস, মাশা, দ্যা ভাইপারস, জেমস সম্রাট, ওয়েভ দ্যা ব্যান্ড) শিল্পীরা গান পরিবেশন করবেন। কনসার্টে প্রায় তিন হাজার লোকের সমাগম হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

সাদ্দাম হল প্রভোস্ট ড. আসাদুজ্জামান বলেন, মূলত এটা আমাদের হলের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। সেখানে আমরা তাদের বিদায় দিব। এই আয়োজন আমরা হলেই করেছি। কনসার্ট অনুষ্ঠানে পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও হল বডি সবাই সজাগ থাকবে। ভলান্টিয়ার বাহিনী ও রয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় আশা করি ভালো ভাবেই অনুষ্ঠান সম্পন্ন হবে৷

অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা হল কর্তৃপক্ষ, প্রক্টরিয়াল বডি, ইবি থানার ওসির সাথে যৌথভাবে সভা করেছি। এরপর গোয়েন্দা সংস্থা, এনএসআই'র সাথে কথা বলেছি। এছাড়া সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য দুই জেলার এসপি ও লোকাল দুই থানার ওসির কাছে চিঠি প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন