The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪

বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে ব্যতিক্রমী সংবর্ধনা

সোমবার (৬ মার্চ) সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুল থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে ব্যতিক্রমধর্মী এক সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যতিক্রমি এই সংবর্ধনার আয়োজন করা হয় উপজেলার দ্বারিয়াপুর  সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনের পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের  ৪ জন করে ২০ বারে মোট ৮০ জনকে হেলিকপ্টারে করে উপজেলার ওপর দিয়ে ঘোরানো হয়।

ব্যতিক্রমি এই সংবর্ধনা সম্পর্কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের লক্ষে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন বলেন, স্কুলের শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল করেছে। তাই তাদের উৎসাহ দেওয়ার জন্য এমন আয়োজন করেছি। আমরা চাই তারা খুশি হোক ও আগামীতে আরও ভালো ফলাফল করুক, জীবনে প্রতিষ্ঠিত হোক।

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.