The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

বুয়েটে বিসিএর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল ভবনে বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের (বিসিএ) ৭ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এবারের এ সম্মেলনের লক্ষ্য ছিল ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা এবং গবেষকদের একত্রিত করা। সম্মেলনে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং এর প্রধান পৃষ্ঠপোষকতা করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. আকতার হোসেন, বিসিএর সাধারণ সম্পাদক ও বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএর সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.