The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪

বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান। নোবেল পুরস্কারপ্রাপ্ত ৫৯ জন বিজ্ঞানী ও গবেষক লেখাপড়া করেছেন এই বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের শিক্ষার্থীরাও পড়ছেন বিশ্বখ্যাত আলোচিত সেই শিক্ষাপ্রতিষ্ঠানে। উচ্চশিক্ষা গ্রহনে দেশের অনেক শিক্ষর্থীর প্রথম চয়েজ থাকে স্ট্যানফোর্ডে পড়ার। স্ট্যানফোর্ডে পড়াটা বেশ ব্যয়বহুল হওয়াই শিক্ষার্থীদের নির্ভর করতে হয় স্কলারশিপের উপর। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। নাইট-হেনেসি স্কলার্সের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির বিশ্বজোড়া নাম ডাক, সেই সিলিকন ভ্যালির শহরে কে না যেতে চায়, এ এক স্বপ্নের দুনিয়া। বলা হয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কারণেই এই সিলিকন ভ্যালির চমৎ​কার বিকাশ হয়েছে। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল, সান মাইক্রো সিস্টেমস, ইয়াহু, এইচপির সহপ্রতিষ্ঠাতারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল পাওয়া ৫৯ জন বিজ্ঞানী ও গবেষক লেখাপড়া করেছেন এই বিশ্ববিদ্যালয়ে। ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাভেদ করিমও এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের একজন।

বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে গবেষণা করছেন বেশ কজন বাংলাদেশি শিক্ষার্থী। প্রতিবছরই বাংলাদেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পান।

স্কলারশিপটির নামকরন করা হয়েছে জন হেনেসির নাম অনুসারে। নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তাঁর স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট এবং বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়। এই স্কলারশিপ পেতে বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে সবাই এই স্কলারশিপের আওতাভুক্ত হতে পারবেন।

সুযোগ-সুবিধাঃ
⬤ পুরের তিন বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি ও আনুষঙ্গিক সকল খরচ প্রদান করা হবে এই স্কলারশিপের আন্ডারে।
⬤ জীবনযাপনের জন্য আনুষঙ্গিক খরচ দেওয়া হবে, আবাসনের খরচ বহন করবে কর্তৃপক্ষ।
⬤ ছাত্রাবাস, বই-খাতা, একাডেমিক সাপ্লাই, ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, যাতায়াত খরচ ও ব্যক্তিগত খরচের জন্য স্টাইপেন্ড দেওয়া হবে।
⬤ প্রতিবছর একবার করে দেশে যাওয়া-আসার জন্য ইকোনমি ক্লাসের রাউন্ড টিকিট প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
⬤ কনফারেন্স ও ভ্রমণের জন্য সাপ্লিমেন্টারি স্টাইপেনের ব্যবস্থাও থাকছে স্কলারশিপের আন্ডারে।
⬤ কোনো শিক্ষার্থী যদি সামার রিসার্চ প্রজেক্টের জন্য নির্বাচিত হন, তাহলে তাঁর সব খরচ স্ট্যানফোর্ড বহন করবে।

আবেদনের যোগ্যতাঃ
⬤ ২০১৭ সাল কিংবা তারপরে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
⬤ প্রথমেই পূর্ণকালীন এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে
⬤ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাল ও স্কলারশিপের জন্য আবেদনের সাল অবশ্যই এক হতে হবে।
⬤ একাডেমিক ফলাফল ভালো হওয়া আবশ্যক।
⬤ ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে সাথে শিক্ষার্থীর নেতৃত্ব প্রদানের দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ
⬤ অনলাইন আবেদন করতে হবে। আবনের জন্য অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে।
⬤ আবেদনের সাথে একাডেমিক সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট প্রদান করতে হবে।
⬤ ২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে বিস্তারিত লিখে জমা দিতে হবে।
⬤ ইউএস স্ট্যান্ডার্ড টেস্ট স্কোর থাকতে হবে।
⬤ এক পৃষ্ঠার রেজ্যুমি রেডি করতে হবে।
⬤ ২টি রেকমেন্ডেশন লেটার।
⬤ প্রবন্ধ।
⬤ একটি ভিডিও স্টোরি।

আবেদন করবেন যেভাবে: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন ওয়েবসাইট- https://knight-hennessy.stanford.edu/program-overview

আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৩।

You might also like
Leave A Reply

Your email address will not be published.