The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেট কার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেট কার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইতোমধ্যে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল পথচারী শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তাদের চাপা দেয়। এতে মুহূর্তের মধ্যে কয়েকজন শিক্ষার্থী গাড়ির নিচে পড়ে যান। হতাহত শিক্ষার্থীদের বাঁচাতে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পা ভেঙে গেছে আর একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি আটক করেছে। ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে যান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.